তোমাকে লিখছি মেয়ে, হেমলকগদ্য
গাফফার মাহমুদ
এই তপ্ত রৌদ্র দিন ; নদীতে পাল তোলা নৌকার বদলে দখল করে আছে যান্ত্রিক ট্রলার। তুমিও বেমালুম ভুলে থেকো এই পথ ; ভুলে গেছো বিস্তরতর আমার কথা এবং আমাকেও! তোমাকে দখল করে নিচ্ছে অবিশ্বাস ; অহংবোধ এবং আত্মকেন্দ্রিকতায় গ্রাস করছে তোমার যাবতীয় মূল্যবোধ। ক্ষয়িষ্ণু চেতনাবানে যে পথে পা রেখেছো, ভুল সে পথ! স্মৃতিগদ্য নস্টালজিক রৌদ্র করোটিতে আজ দারুণ অন্ধকার। চৈত্র কি আর অতটা খরা, কতোটা ফেঁটে চৌচির হয়েছে ফসলী জমি? জমাট বেঁধে আছে বুকের গ্রন্থিলপেশী! হেমলকদ্রবণ লেপ্টে আছে লোহিত বুকের পাটাতন। পাড়াময় বলাবলি। লোকমুখে কতো কথা ; কথার কথা-কতো যে কথা! বিস্তীর্ণ পথ, দু'পা ফেলতেই কানাঘুষো ; ও পাড়ার মেয়েদল, ছেলেদল গাইছে টিপ্পনী গান। নদীতে যান্ত্রিক নৌকোর ন্যায় দখল করছে তোমাকে ; অথবা দখলদারিত্ব হবার সুযোগ করে দিয়েছো ওদেরকে তুমি! এ তপ্ত অতীষ্ট দিনে বিস্তর লেখা হয়তো পড়বেনা তুমি। ভুল কথা ভুল পথ, যেখানে টেনেছো মনের দ্বৈরথ ; তুমি কী ভুলে গেছো মেয়ে, স্মৃতিরুমাল ভাঁজফুল উষ্ণ বিকেলের অস্ফুট কবিতা!
নান্দনিক ও সমৃদ্ধ পত্রিকা। মুগ্ধ কাব্য।
ReplyDeleteবেশ
ReplyDelete