|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||
এপ্রিল সংখ্যা ||
প্রথমে গোল হয়ে বসুন তারপর মাতম তারপর ভুলে যায় ছাগল
রফিকুল কাদির
গোল হয়ে বসুন ভাই সকল
শান্ত হোন, বজায় রাখুন ভদ্রতা
কোন চিন্তা নেই
কেন বিনিদ্র, উদগ্রীব, ত্রাহি চিৎকারের ভ্রাতা
সকলেই সমান পাবে, বলিনি কি আগে
আমাদের মন্ত্র, গণতন্ত্র কথার অগ্রভাগে
সাকুরার মদে তাই শুয়োরের টান
তোমরা ভাই সকল ছাগল সমান
ঠ্যাঙানি, প্যাদানি যখন যা লাগে
বলেছি তো পেয়ে যাবে ভাবনারও আগে
উপমহাদেশের গণতন্ত্রের কবিতা। কুর্নিশ কবি
ReplyDelete