বিভাবসু
অনশ্বরতা
সমুদ্র কী ডুকরে ডুকরে কাঁদতে শিখেছে?
পাহাড়ের যন্ত্রণা কী আরো সমুন্নত?
সূর্যের দহন শেষ হবে কবে?
চাঁদের তেজস্ক্রিয় আলো কি আর স্নিগ্ধতায় বুঁদ হতে পারে?
সৃষ্টি ও অনাসৃষ্টি
দহন ও জীবন
আলো ও অন্ধকার
উত্থান ও পতন
টান ও বিটান
জোয়ার আর ভাঁটা
প্রেম আর ঘৃণা
এক একটা প্রক্রিয়ায় পরষ্পর জুতে থাকে
মায়া কোরো না
দুঃখ কোরো না
জেনে রেখো তুমি কোথাও যাচ্ছো না
কেন না তোমার অধিগত প্রতিটি বস্তুকণাই মহাজাগতিক
গাধাবোটের যাত্রীসকল
যেন একটা গাধাবোটে জগৎ ধাবমান
সবাই জানে ছুটে কোনো লাভ নেই
তবু ছুটে চলার গতিজাড্যে নেশা বহুত
মাদকতা আর মত্ততা ঘিরে ধরেছে পৃথিবী
বকলমে সবাই চৌকস
শুধু যোগফলগুলি হাওয়াবালিশে মাথা দিয়ে শুয়ে থাকে
প্রেমিকেরা স্বয়ংবরসভায় খুবই দ্বিধান্বিত
কি পেলে কাকে পেলে আরো লাভ?
...হে কুবের তোমারই জয়...
বৈশাখ সমাগত
ভোটপরব চলছে
প্রতিটি নির্বাচনে মানবতা আরো কিছু প্রহসনময় হয়ে ওঠে
কুশীলবেরা জানে জগৎ মায়াময়
গাধা আর গাদাবন্দুক নিয়ে
তাই তাদের মহাযাত্রাপালায় অংশ নিতে লজ্জা করে না
গাধাবোট এখন মাঝসমুদ্রে
সভ্যতার নাবালকত্ব আর কাটলো না দেখছি
আত্মবিলাপ
তোর মৃত্যু কোনো চমকপ্রদ ঘটনা নয়
তোর জন্মেও কোনো গরিমা ছিলো না
এই দুয়ের মাঝখানে
তোর হাঁটাটুকুই অলৌকিক
তোর ব্যথাটুকুই স্বর্ণচাপা
একটা অনিচ্ছুক সাহচর্য ছাড়া কিছুই দিতে পারিনি তোকে
তা নিয়ে অনুশোচনা আছে, আত্মবিলাপ আছে
অনুকম্পাও আছে বেশ
তোকে ভালোবাসতে পারিনি বলে
নিজেকে কতবার ফায়ারিং স্কোয়াডে ঝাঁঝরা করে দিয়েছি
তবু সূর্যাস্তের কাছে এসে বসে থাকিস যখন
তোকে আমার খুব করে আদর করতে ইচ্ছে করে
তোকে আমার 'স্বপ্ন' বলে ডাকতে ইচ্ছে করে
জীবনবোধ। তিনটি কবিতাকেই বিশিষ্ট করেছে। অভিনন্দন কবি
ReplyDeleteধন্যবাদ।
Delete