Saturday 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ নিমাই জানা

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  নিমাই জানা  

ক্লোনাজিপাম ও ঈশ্বর

হাতের আঙ্গুল মানে একটি বিষাদের ঈশান কোণ
পেটের শিরা থেকে চলমান নৌকা অংকের গভীরতা হয়ে আটকে পড়ছে ধর্মঘটে 
আমি জিরো ডিগ্রী হয়ে শুয়ে পড়ছি তাপ্পি দেওয়া বেড সিটের ওপর
বামদিকের ছেঁড়া ধমনীতে ব্লকেজ দেখা দিলে ও রাত্রিতে বড্ড ঘুম পায়
অদ্ভুত এক নীল ক্লোনাজিপাম ডোজে ঘুমিয়ে পড়ছি কাঞ্চনজঙ্ঘার কোলে
অথচ ঘুম ভাঙানোর সাহস নেই কার ও
গভীর রাতের জোনাকীর সাথে চোখ বন্ধ করেই
পারাপার হয় একটি সমুদ্রের নাবিক
আমি এক নিঃশব্দ ঈশ্বরের জন্য অপেক্ষা করছি

No comments:

Post a Comment