বন্ধু
ডাকনামে ডাকার অধিকার শুধু সেই বন্ধুকেই দেওয়া যায়, যে খাপে ঢাকা তলোয়ার রাখে না; বাবুই পাখির বাসা নিয়ে ঘোরে।
শুধু সেই বন্ধুকেই ড্রপ করার জন্য পোস্টকার্ডটি অনায়াসে তুলে দেওয়া যায়, যে চাঁদের ঠিকানায় কেন চিঠি লিখছি, জানতে চাইবে না কোনদিনও।
সেই বন্ধুর হাতেই বুকের পাঁজর খুলে রাখা যায়, যে প্রতিটি হাড়ে দধীচীর শক্তি পরিমাপ করে, দ্বিধাহীনভাবে জানিয়ে দেয় পরবর্তী পদক্ষেপ।
No comments:
Post a Comment