Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ মৌসুমী রায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  মৌসুমী রায়   

এপিটাফ

ঘুম থেকে উঠেই হারাতে শুরু করি
এক এক করে যত কিছু প্রিয়,
হারাবার কষ্ট গুলো আলপিনের মত...
বিঁধতে থাকে বুকের বাঁ পাশে
তোমার হৃদয় নেই সে আমি জানি
আমার আলপিন গুলো আরো গেঁথে দিও।
ঘুম থেকে উঠে আর সবুজ দেখিনা 
দেখিনা কারো মায়াভরা চোখ,
কাঁটা ফুটে কুমারীত্ব ঘুচেছে বহুকাল
শরীর হারিয়েছে কচি লেবুপাতার জৌলুস
নারীর মন নারীই বোঝেনা কিছুতেই
তোমাকে ফেরাবোই আমার ভীষণ ঝোঁক। 

সময়ের সাথে সে  হয়েছে পুরুষ
চোখের ইশারায় আর বলেনা কবিতা 
বুকের অ-সুখে চোখ বুজে সে ঘুমায়
এমন কঠিন মন সে যে পেলো কোথায়?



No comments:

Post a Comment