কোলাজ
সুর ও সুধা যেন মিলেমিশে-
একাকার হয়ে যায় ক্রমশঃ
প্রহর গুনতে থাকে নির্লিপ্ততা
ধীর আত্মক্ষরণের!
হাত ধরে থাকা অঙ্গীকারগুলো
এগিয়ে চলেছে যে পথে,
সে পথ আজ ক্ষয়িষ্ণু,
সঙ্কীর্ণ তো বরাবরই!
ঘুম নেমে আসে মনের দরজায়
আবার জেগে ওঠার অভিলাষে,
সমর্পণ করি জ্ঞানের চন্দ্রমা
বিবেকের আলোকে স্নেহের চতুর্ভুজ
অঙ্কিত হয় মনের ক্যানভাসে।
আবহমান শুধু চোখ মেলে রই।
ধন্যবাদ,মল্লসাহিত্য ই পত্রিকা ও তার সম্পাদক মহাশয়কে
ReplyDeleteধন্যবাদ,মল্লসাহিত্য ই পত্রিকা ও তার সম্পাদক মহাশয়কে
ReplyDeleteধন্যবাদ,মল্লসাহিত্য ই পত্রিকা ও তার সম্পাদক মহাশয়কে
ReplyDelete