Saturday 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ অমিত চক্রবর্তী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||    অমিত চক্রবর্তী    

সমারোহের বধ্যভূমে


তোমরা যখন এলেই আমায় ডাকলে পারতে -

বেড়ানো যেত দিঘীর ধারে, অথবা বনে,

গাছ গাছালির হাঁটা পথে। চালতা তলায় সবুজ চাদর

ঝোপ মাড়িয়ে হাঁটলে কাপড় রঙীন হত, জাঙ্গল গ্রীন

চেটোশুদ্ধ।

আমি তখন উন্নমনে, ব্যস্তবাগিশ, জল ধারানির

নষ্ট ছন্দে। উজাড় করে, আমদানিতে

এনেছিলাম স্মৃতির গন্ধ - হাওয়ার চোখে ছড়িয়ে দিলে

সবাই কিন্তু ভাগ পেত বেশ।

তোমরা এলে জোয়ার নিয়ে, তুষ্টি নিয়ে

নতুন বিয়ের পাগলামি নিয়ে -

খুশিখুশি অন্ত্যমিলে

আমায় জোরে ডাকলে পারতে।


সমারোহের বধ্যভূমে আমি তো মত্ত

প্রতীক্ষাতেই ছিলাম।

No comments:

Post a Comment