Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ দেবার্ঘ সেন

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   দেবার্ঘ সেন   

ইস্তাহার 

আগামীকাল সন্দেহ নামক গোষ্ঠীর একটা জনসভা আছে।
আজকে শেষ রাতে রাস্তাঘাট পরিষ্কার করে নেওয়া হচ্ছে..
আশেপাশের চায়ের দোকান মুখ বাড়িয়ে আছে।

আমার আজকে আত্মহত্যার তারিখ ছিল,
যেমন বাকিদের মাস মাইনের তারিখ হয়।

সরকারি চাকরীর রবাব দেখেছি অনেক,
আর সেসব দেখে আমি শিখেছি প্রতিমাসে মৃত্যু উপার্জন করতে।

এখন কথা হলো, 
নির্মাণ শক্তির সাথে আগামীকালের যে জনসভা
আয়োজনে সন্দেহ গোষ্ঠী
তারা কি আপোষ করবে নাকি বিনির্মাণের পথেই
স্বচ্ছন্দে পা মেলাবে
বেড়া ভেঙে নিবিড় সুন্দর!! 

No comments:

Post a Comment