Saturday 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ রানা সরকার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   রানা সরকার    

শীতকালীন বিষয়ক কিংবা বাতিল হতে হতে  

জানুয়ারিতেও শীতকালীন বিষয়ক কবিতা লিখে উঠতে পারিনি।
তোমার কথা মতো, 
তোমাকে ভুলতে ভুলতে আজকাল ভুলে যাচ্ছি সাধারণ দুপুর যাপন
কথা বলতে বলতে হয়ে পড়ছি বিমর্ষ, নিশ্চুপ, 
ভুলভাল পার্শ্বপ্রতিক্রিয়া; অন্যমনস্ক! 
তোমাকে বাদ দিতে দিতে পৌঁছে গেছি অন্ধকার গলিতে
শুকিয়ে যাচ্ছে হৃদপিন্ড 
ডিপ্রেশনে ভুগছে ডানা ভাঙা পাখিরা 
শুঁকে নিচ্ছে কোকেন 

এই শেষবারের মতো বলছি 

প্রিয়তমা তুমি ভুলে যাও সব 
সাপের মতো খুবলে নাও আমাকে 
ডেনড্রাইটের নেশার মতো আগলে ধরো 
আমি যে রাত জেগে জেগে কবরের মতো একলা

No comments:

Post a Comment