Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ সোমা ঘোষ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  সোমা ঘোষ  

মুখজ

বিত্তশালী খেয়ালী ভিড়। চটপটে বালিহাঁস।
ছেঁড়া ছেঁড়া রোদ। ধীর সূর্য-এতো সুকুমার 
ভঙ্গি...
দিকনির্দেশে জেরুজালেম পথ।
ট্র্যাজেডিয়ান্স সফোক্লিস মঞ্চস্থ—
এতো উল্লাস এতো সংলাপ চেয়েছো কি
ওদিপিয়াস...
আলোর কপটতায় সাত সতেরো-রুদ্ধশ্বাস।
দ্যাখো দ্যাখো থিবসে প্রিয় কবি পিন্ডার একাকী এখনও।ভূমিকা অবাঞ্ছনীয়।
পাইন আর ধুপি লামহাটার অমোঘ রঙ।
বিকলাঙ্গ ঘোড়া দেখেছো কি কেউ কখনও...

1 comment: