Saturday 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ নিখিলকুমার সরকার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||    নিখিলকুমার সরকার      

 অত্যাগসহন

শহরের পথে শেয়ালেরা একা একা, যশোদির সান্ধ্য ক্যামেরায় 
যে যার মুদ্রায় পোজ দিচ্ছে, ফোটোজিনিক সকলেই 
কারও চোখেে অপার বিস্ময়, অলৌকিক বিহ্বলতা 
কারও শরীরীভাষায় উৎসারিত কামনার হিরন্ময় ঢেউ 
কেউবা লুব্ধক, অপলক দুচোখেে তার তীব্র জিঘাংসা...  তবে 
শেয়ালনির্বিশেষে যশোদির একটুকু ছোঁয়া পেতে চায়, যদিও তা 
বাংলাকবিতায় আদৌ সম্ভব নয় --- শেয়ালেরা না জানলেও 
যশোদি সম্যক জানে, তৎসত্ত্বেও

সকলেই নয় , কেউ কেউ ইনবক্সে থেকে  যায়, অনলাইন যশোদি 
ওদের জন্য চুম্বন-প্রবণ সংকেত চয়ন করে, রাতভর 
গলে যাওয়া জ্যোৎস্নায় সেইসব সাংকেতিক উচ্চারণ --- 
অত্যাগসহন কবিতা, অপ্রকাশিত চিরন্তন...

রহস্যময় এমত বিবর্তন ওদের অজ্ঞাত, যশোদির দেখা পেতে 
ভুলে হুক্কাহুয়া, শহরের পথে তুচ্ছ নাগরিক 

No comments:

Post a Comment