সংক্রামিত ভালোবাসা
বসন্তের রঙ গিয়েছে মুছে,
ঝরাপাতারা আজ বিপ্লবী;
মেকি সভ্যতা ধরাশায়ী -
অদ্ভুত নির্জন পৃথিবী,
বিষাক্ত বাতাস বয়ে আনে ব্যাথার কাহিনি,
নিঃশব্দে মৃত্যুর পরোয়ানা জারি।
শূন্যজনপদ বিনিদ্র রজনী অতীন্দ্র পাহারায়;
বন্দী দশায় তুমি-আমি,
ভ্রাম্যমাণ পথিকের অপেক্ষায় ক্লান্ত বৃক্ষের ছায়া,
ঐক্যতানের গুঞ্জনে বিচ্ছেদ টেনে
প্রাণের তাগিদে একলা চলি।
কে জানে এই জনমে রইবে কি 'তুমি' অধরা?
মনের মাঝে ঝড়ের পূর্বাভাস;
মেঘপিয়ন নিয়েছে কর্মবিরতি,
মাইলস্টোনে লেখা থাকুক দূরত্বের মাপকাঠি,
কংক্রিটের জঙ্গল, গঙ্গার ঘাট, সীমাহীন ছুটেচলা হাইওয়ে সাক্ষী থাকুক -
আঙুলে আঙুল ছুঁয়ে আমাদের ভালোবাসা সংক্রামিত হোক।
No comments:
Post a Comment