Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ পৃথা চট্টোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  পৃথা চট্টোপাধ্যায়   

উড়ে যাচ্ছে ইচ্ছের খই

ধুলোয় উড়ে যাচ্ছে সব ইচ্ছের খই
বিগত স্টেশন এবং ঘাসের নামাবলিরা

অস্থির সময় তীর্যক চোখে দেখছে
মৃত হাতে ঘড়ি টিক্ টিক্ করে তখনো হিসাব রাখতে ব্যস্ত

তোমাকে আমাকে টানছে অদৃশ্য সুতোয় বাঁধা
পুতুলনাচের ইতিকথা

'আরো কিছু দূর যেতে চাই'
দূর থেকে চিৎকার করে বলছে সবাই
'অনেকটা রাস্তা এখনো যেতে বাকি দৃশ্যান্তরে যাব'
কে শোনে কার কথা

অজস্র অট্টালিকার উপর দিয়ে বয়ে যাচ্ছে
হাড়হাভাতে হিম হাওয়া
এখন অনির্দিষ্ট শীত ঋতু
অনভিপ্রেত সব কিছু ঘটেই চলেছে
এখনো সময় কিন্তু অশ্রুর বাহক

4 comments:

  1. চমৎকার লেখা। খুব ভালো লাগল।

    ReplyDelete
  2. ধন্যবাদ। আন্তরিক শুভেচ্ছা রইলো।

    ReplyDelete
  3. ধন্যবাদ। আন্তরিক শুভেচ্ছা রইলো।

    ReplyDelete
  4. ধন্যবাদ। আন্তরিক শুভেচ্ছা রইলো।

    ReplyDelete