১টা লাঞ্চ টেবিল
একটা বিধবা রাত , কপালে কী ছবি আঁকে
তা জানার অধিকার রয়েছে স্নানঘরের |
জহরব্রতর দিব্যি থেকে শুরু হওয়া আন্দোলনে ঘুমিয়েছিল জিগস পাজল স্বপ্ন | আমি তার পাশে বসে উপসর্গের সংজ্ঞা পড়ছিলাম |
জ্বর ও ঝড় আসার সূচনাপর্বে মেরুদন্ডের ফারেনহাইট স্কেল বেড়ে যায় |
লেপের তলায় ভাইব্রেট হওয়া আমার শ্বাস আর ৩.১৫- এর মালগাড়ির ধোয়া গাছেদের খাবার তৈরীতে উপকার করে |
প্রতিনিয়ত আমায় খুঁড়ে পুরাতত্ত্ব প্রেম চুরি হচ্ছে | আমি উৎসর্গীত @ যমের লাঞ্চ টেবিলে |
ঠিক দু-যোজন দূরে কোনো এক রাধার গর্ভে ইতিহাস রচিত হয় |
এইভাবেই মিথোজীবি পৃথিবী গড়ে ওঠে |
No comments:
Post a Comment