Saturday 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ রোনক বন্দ্যোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  রোনক বন্দ্যোপাধ্যায়   

চিরুনি

হয়তো এমন কোনো মানুষ নেই যে ছ্যাঁকা খাইনি
কেউ প্রেমে,কেউ নিকোটিনে,কেউ খুন্তিতে

সূর্যাস্তের সময় যেভাবে গরুর পাল ফেরে,
                                      রাখালকে হাঁপিয়ে
বিকেল
  ট্রেনে বাসে ভিড়
         ঘরপোড়া গরুর মতো ছুটেছে মানব মানবী
চোখ রাঙানিতে অবাধ্য শিশুর অভ্যাস পাল্টায় না
বুঝিয়ে পড়িয়ে ফেরাতে হয় দামাল বালককে

ক্ষণিক ঝগড়ার পর প্রেমিক যেভাবে মান ভাঙায় প্রেমিকার
প্রজাপতি চুম্বন,পশমের নরম আলিঙ্গন

ঘুম থেকে উঠে অবোলা শিশুর মতো তাকিয়ে থাকে মাথাভর্তি ঝাঁকড়া চুল
শ্যাম্পুচুল,লোফার ছেলের মতো দিওয়ানা
পেটে তরল পড়লে নিজেকে সুপারম্যান মনে হয়

অনিষ্ট ঘটানোর পর মাতাল যুবককে বাড়ি ফেরায় ভদ্র বাড়ির লোকজন।

No comments:

Post a Comment