Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ রুনা দত্ত

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  রুনা দত্ত   

প্রেমিক প্রেমিকা

প্রেমিকের মতো যাকে আমি ভালোবাসি,
 দু হাতের আলিঙ্গনে তাকে কাছেও টেনে নিয়েছি।

প্রেমিকার মতো সেও আমাকে গ্রহণ করেছে।
সে আমাকে দিয়ে থাকে প্রতিটি মুহূর্তের
একমুঠো সুখ বা একমুঠো বিষাদ...
প্রতিরাতে সেও জাগে বিষাদে বা ভালোবাসায়।

সে আমাকে ভালোবাসে মেঘের মত
শরীর জুড়ে বৃষ্টি নামে।
ভালোবাসে ঢেউয়ের মত শরীর নদী হয়ে যায়।
ভালোবাসে চাঁদের মত শরীর জ্যোৎস্না হয়ে যায়।
ভালোবাসার আবাহনে আমিও নারী হয়ে উঠি
আমার প্রথম প্রেমিকের কাছে।

সেও আমাকে জানতে চায় প্রেমিকার মত 
আমিও তাকে জানতে চাই প্রেমিকের মত
এইভাবে ঠিক প্রেমিক প্রেমিকার মতো
আমরা জেগে থাকি অনন্তকাল।

No comments:

Post a Comment