Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ মানস চক্রবর্ত্তী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  মানস চক্রবর্ত্তী     

শহরের ইতিকথা 

আজ শহরে ব্রোঞ্জমূর্তির উদ্বোধন 
আজ শহরে রানীর মেয়ের জন্মদিন 
আজ শহরে টি টোয়েণ্টি বিশ্বকাপ 
তাই আজ শহরে উৎসব | 

একই সঙ্গে আজ শহরে 
কাজের দিনে ছুটি চেয়েছে বৃদ্ধা ক্রীতদাসী 
সমর্থ যুবতী সমর্থন করেনি বিবাহ প্রতিশ্রুতি 
অশ্লীল উপন্যাস লিখে ছেলেটি প্রতিবাদী | 

এইগুলির জন্য উৎসব হয় না 
প্রতিদিন , দিন দিন 
এইগুলি চলে যায় শ্মশানে , নরকে এবং সুইসাইড নোটে |  

No comments:

Post a Comment