Saturday 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ অনঞ্জন

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  অনঞ্জন    

জোছনাবিদ্ধ ঝরাপাতা


গন্ধরাজ পাল্কিতে তুমি আসো, জোছনা জাগিয়ে,

ওরা বলে ‘পাপ’; পেঁজা পেঁজা পাপে অপাপবিদ্ধা!

অনন্ত পুণ্য, পাপের প্রলেপে আপনি আনমনে

ভাসিয়ে দিয়ে পিছুটান ভিজে ভিজে আগুন-রঙে;

সময় রং-তুলি নিয়ে বসে জারুলের বেগুনী

আর অমলতাসের রোদ্দুর রাতেই ফোটাবে বলে;

পাপ-পুণ্যের অপার্থিব চুম্বনে অসংবৃত সন্ধ্যায়

চাঁদ তার সমস্ত জ্যোৎস্না কুড়িয়ে ওষ্ঠে জড়ো করে,

মুহূর্তরা থামে।

গন্ধর্ব পারিজাতের মালা বদল করতে করতে

ওই পেঁজা পেঁজা পাপে তার সোনারতরী ভাসায়,

তুমি পালকি থেকে নামো, গন্ধর্বের হাত ধরো,

অনঙ্গের আলোয় ঝরাপাতা ত্রিতাল বাজায়!

No comments:

Post a Comment