Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ শান্তিনাথ বন্দ্যোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   শান্তিনাথ বন্দ্যোপাধ্যায়   

সত্য  সেলুকাস ! 

অবহেলা,ঘৃণা,বঞ্চনা,তোষণ,
ঘৃণ্য রাজনীতি
এসব শব্দকে আর 
ভারী লাগেনা আমার । 
সয়ে যেতে যেতে
এসব শব্দ আয়ত্তীকৃত হয়ে গেছে
আমার অস্থি ও মজ্জায়। 
ঠিক যেমন 
ইতিহাস মানেই বোঝা যায়
চক্রান্ত ও ছুরি
কিম্বা বর্তমান মানে
অবিরল ল্যাং মারামারি.......

তাই এসবে অবাক হই না আর
কেননা অবাক শব্দের টি আর পি
নামতে  নামতে  নামতে
এখন এতটাই নেমে গেছে যে, 
ব্রুটাসকে চোখের সামনে দেখলেও
কেউ আর অবাক বিস্ময়ে বলছেনা
" ব্রুটাস, তুমিও ? "

No comments:

Post a Comment