Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ মাসুদুল হক

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   মাসুদুল হক    

খাট

আমার সঙ্গে একটা খাট শুয়ে থাকে 

আমার নয় ওর পাকস্থলীর শব্দ শুনতে পাই
শরীরের আড়মোড়া 
বুকের পাঁজরে হাড় মড়মড়িয়ে ওঠে 

হৃদয়ের স্পন্দনে রক্তমন্থিত দিনগুলো;  
মধুরাত জেগে ওঠে সিথানে 
পৈথানে পায়ের মৈথুনের স্মৃতি পড়ে আছে 

আমি ন‌ই খাটটাই আমাকে নিয়ে ঘুমিয়ে থাকে 
পুরোনো দিনের  স্মৃতির ভেতর পাশ ফিরে শোয়
মাঝে মাঝে অযাচিত স্বপ্নে আঁতকে ওঠে 

1 comment: