বন্ধ্যা
প্রত্যাশার নগ্ন দৃষ্টি ক্রমশঃ সম্পর্কের নরম শরীর গিলে ফেললে বুকের ভাঁজে রাখা কথারাও বন্ধ্যা হয়ে যায়...
তিতিক্ষার ছেঁড়া কাঁথায় শুয়ে আছে ভালোবাসার অর্ধমৃত শরীর ,
এক পেয়ালা জিজ্ঞাসু দৃষ্টি তাড়া করে বেড়ায় অবিরাম...
বুকের বাম দিকে যে পাহাড়তলির নদী ছিল তাতে এখন ভাঁটা ,
নৌকা পাড়ে বেঁধে মাঝি মন ডুবিয়েছে ভাটিয়ালি সুরে...
একসাথে পথ চলার অঙ্গীকার হারিয়ে গেছে অবিশ্বাসের অন্ধকারে ,
একসাথে পথ চলার অঙ্গীকার হারিয়ে গেছে অবিশ্বাসের অন্ধকারে ,
খাঁ খাঁ রোদে পুড়ে ছাই হয় অটুট বন্ধনে ধরে থাকা হাত...
অর্থহীন শর্তের কুঁড়ি ঘাস জমিকে ভালোবেসে মিশে যায় মাটিতে ,
হিমেল হাওয়ায় ভাঙে শুকনো ফুলের পাপড়িতে বাঁধা ঘর ...
প্রত্যাশার নগ্ন দৃষ্টি ক্রমশঃ সম্পর্কের নরম শরীর গিলে ফেললে বুকের ভাঁজে রাখা কথারাও বন্ধ্যা হয়ে যায়...
No comments:
Post a Comment