Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ প্রেমাংশু শ্রাবণ কবির

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   প্রেমাংশু শ্রাবণ কবির   

অপেক্ষা

জানালা দিয়ে যতোটা দেখা যায় 
ড্রেসিং টেবিলের পাশে রাখা 
একপাতা টিপের মতো 
রাতের আকাশ জোড়া কিছু নক্ষত্র। 

আর একটু দূরে তোমার জানালা 
আড়াল করে 
মুঠি মুঠি শিমুল ফুল, তার ফাঁক গলে 
জানালার পর্দায় নকশা করা
প্রজাপতি----

অপেক্ষায় থাকি,
কখন দমকা হাওয়া এসে উড়িয়ে দেবে আঁড়াল
দেখা যাবে
তোমার কাঁধ বেয়ে কোমরে নামা একটা 
পূর্ণদৈঘ্যের রাত্রি!

আর মাঝের দূরত্বটুকু জুড়ে দাঁড়িয়ে থাকবে 
আমাদের ভূত-ভবিষ্যৎ 

No comments:

Post a Comment