Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ শাশ্বত ভট্টাচার্য

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   শাশ্বত ভট্টাচার্য   

সাইকেলরহস্য -এক


সাইকেলরহস্য তুমি জানো তাই এতো প্রিয় সাইকেলের কাছে। দুচাকার চক্র তীব্র পায়ের চাপে ফুলে ওঠা পেশি এগিয়ে যায় পারর্থিক রহস্যের মাঝে। ঘূর্ণনবৃত্ত ভেঙে দেয় জ্যা। বিন্দুর তীব্রবেগ নাড়িয়ে দেয় শরীরের অপত্যকোষ। তুমি ভয়ার্ত-বেদনার্ত-উল্লাসময় গতিপ্রাপ্ত হও। সাইকেলের রহস্য জানো তাই দিগন্তহীন গর্বিত তীব্রতীর হয়ে ওঠো। দুচাকার তেজ নিয়ে যায় মহাশূন্যের দিকে। সাইকেল রহস্য তুমি জানো তাই ভেঙে দিতে পারো সময়জমাটপ্রতারণা। শরীরের তীব্রতীক্ষ্ণ বাঁক মজবুত কংক্রিট ঢালাই অসাধারণ প্রেম ছড়িয়ে উড়ে চলে পারর্থিক বুদবুদের মাঝে। সাইকেলরহস্য তাই ভালোবেসে গেলে অন্ধ বেহালাবাদকের মতো।

 


No comments:

Post a Comment