Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ বিভাবসু

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  বিভাবসু      

উচ্ছন্নে যাবে কিনা ভাবো 

নিভৃতে যা লিখেছো, সে সুজনকথা নয় 
আরো গোপন এক অভিসন্ধি 
আরো একাকী এক পর্যটন 
আমার জয়হীন ঘুমের সারাৎসার 

ছুটে এসে বুকের গভীরে বিঁধিয়ে  দিয়েছো নদী 
এবার জলের প্রবাহে, কল্লোলে ডিঙিনাওয়ের মায়া 
একটা ধারাপাতের কান্নাও 
একটা আশ্রয়ের নোঙরহীনতা 

আজ আদরে-ভাদরে পারাপার, পারাবার 
নদীর ভেতরে নারীভাসান 
বীজ পুঁতে রেখে, কেউ গাইছে ভাটিয়ালি 
কে আমাকে বাঁচাতে পারে আর! 

কেউ আর পাশে থেকো না 
আমার মৃত্যুরা আরো কোলাহলময় হয়েছে  
শব্দকে শাসন করতে পারিনি বলে 
নিভৃতে অন্ধত্ব ছড়ানো 

No comments:

Post a Comment