Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ সুবীর ঘোষ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  সুবীর ঘোষ   

হ্রস্বমুখ


কবে যে এ ক্ষত যাবে , কবে লাগবে হাওয়া !

সেই গন্ধ পুরোনো হলেও চারপাশে ক্রমাগত ঘোরাফেরা করে ।

 

যখন নিকটে ছিল বান্ধবরাক্ষসী

তখন যা শুষেছিল রক্তমজ্জাপ্রাণ

তার থেকে ভয়ঙ্কর তার আলোছায়া

        এখনো বাতাসে তার পায়ের দাপট ।

 

অনালোক বিশ্ব ছিল অকর্ষিত দ্বীপভূমি

স্বেছায় খাদের নীচে চলে যাওয়া বাসনায় ছিল ।

শিথিল হয়েছে মুষ্টি ক্রমযোগে

             আমানত শেষের সংকেতে...

 

দীর্ঘ নয় হ্রস্বমুখে আরাম তোমার বেশি

               চৌমোহানি রসে  ।

No comments:

Post a Comment