Saturday 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ রাকা ব্যানার্জী

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  রাকা ব্যানার্জী   

ভুল স্টেশন 

ইচ্ছে করে একদিন 
নেমে পরি ভুল স্টেশনে , 
প্রবল শীতের রাত 
ঝমঝমে বৃষ্টি 
জনশূন্য প্রান্তর 
টিমটিমে বাতিজ্বলা টিকিটঘর 
বৃষ্টিস্নাত স্টেশনটিকে পরিচয়হীন করে তোলে। 

টিকিটঘরের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে রাত। 

এই মুহুর্তে আমার তর্জনীতে 
বসে আছে একটা ঘাসফড়িং। 
নিজের বাসস্থান ছেড়ে 
সে কি এখন সঙ্গ দিচ্ছে না আমাকে ? 

স্টেশনের বাইরে ঘুমিয়ে পরেছে চরাচর। 

রাত্রির গভীরে যে রাত্রি জেগে থাকে 
তার গভীরে যাই 

মুছে যায় গভীর রাতের অবয়ব।।

No comments:

Post a Comment