Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ শাহীন রায়হান

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   শাহীন রায়হান   

সুখময় নক্ষত্র জীবন

প্রতি কাকভোরে নিসর্গের খুব কাছাকাছি যাই
চখাচখি পানকৌড়ি বনমোরগ বালিহাঁস
তিতিরের খুব কাছাকাছি।

ওদের জীবন জুড়ে রাতের গাঢ় অন্ধকার দেখি,
দেখি প্রকৃতিবিহীন পৃথিবীর নগ্ন খোলস।

মেঘের মতো কোমল দু'চোখে
ঝরা পালকের রক্তাক্ত ছবি আঁকি
ওদের নীরব দরোজায় দেখি বেদনার
বিষণ্ণ ধূম্রজাল।

তারপর সমুদ্রসম কষ্ট তরঙ্গ ছুঁয়ে ছুঁয়ে ভাবি
মৃত উপত্যকা ডিঙিয়ে বিধ্বস্ত গিরিখাতে
কবে হবে ওদের জলপ্রপাতসম
সুখময় নক্ষত্র জীবন।

No comments:

Post a Comment