কবিতাগুচ্ছ , রাখী দে
প্রজাপতিসুখ
নক্ষত্ররোগে দুষ্ট পৃথিবীর স্মৃতি
আলোর পথ পেরিয়ে হেঁটে যায় দিগন্তের দিকে,
মোচড়ে মোচড়ে স্নায়ুটি নীল
সময়ের কোণে নিরাময় খোঁজে।
আলোর বিনিময় থেমে যায়,
থেমে যায় থোকা ফুলের আয়োজন,
আয়ুর পথ ধরে ফিরে আসে পাখি,
ফিরে আসে প্রজাপতিসুখ।
রূপজালি মাছ
হাওয়ার গভীরে ঘন হয়ে উঠি,
রিনরিনে চুড়ির সহজাত স্বর ভেঙে
শব্দের কোলে ঘুমিয়ে থাকি।
ঘুমের ভেতর চিনে রাখি
আহত জলের দাগ,
দেখি রূপজালি মাছ,
কুসুম কুসুম আলোয়
ব্যথার শরীরে আঁশ বোলায়,
নিরাময় লতাটির মতো তার ঘ্রাণ।
হাওয়ার গভীরে ঘন হয়ে উঠি,
রিনরিনে চুড়ির সহজাত স্বর ভেঙে
শব্দের কোলে ঘুমিয়ে থাকি।
ঘুমের ভেতর চিনে রাখি
আহত জলের দাগ,
দেখি রূপজালি মাছ,
কুসুম কুসুম আলোয়
ব্যথার শরীরে আঁশ বোলায়,
নিরাময় লতাটির মতো তার ঘ্রাণ।
মূর্ছনা
দৃষ্টিবিভ্রম শেষে আলোর পাপড়িগুলি
খসে পড়ে,
নিথর মথের শরীরে পড়ে থাকি,
সামান্য নুড়ির নদীটি হয়ে মরা পথ খুঁজে বেড়াই,
খুঁজতে খুঁজতে ভোরের পাখিরা ফিরে আসে,
আঙুলের মৃদু চলাচল হয়
মূর্ছনা হয়ে জেগে থাকো তুমি, অনন্ত।
দৃষ্টিবিভ্রম শেষে আলোর পাপড়িগুলি
খসে পড়ে,
নিথর মথের শরীরে পড়ে থাকি,
সামান্য নুড়ির নদীটি হয়ে মরা পথ খুঁজে বেড়াই,
খুঁজতে খুঁজতে ভোরের পাখিরা ফিরে আসে,
আঙুলের মৃদু চলাচল হয়
মূর্ছনা হয়ে জেগে থাকো তুমি, অনন্ত।
No comments:
Post a Comment