থেমো না...
সাধনা বিশ্বাস
কিছু প্রয়োজন শেষ হয়ে যায়,
কিছু প্রয়োজন থেকে যায় চিরদিন।
যারা তোমার ভালবাসা, বিশ্বাস
আর সরলতার স্নিগ্ধতাকে
তোমার দুর্বলতা ভেবে,
তোমাকে ব্যবহার করে,
নিজেদের প্রয়োজনীয় আখের গুছিয়ে নিলো --
তুমি তাদের জন্য কষ্ট পেও না।
তারা তো প্রকৃত অর্থেই দীন।।
মানসিকতায় নিম্নগামী, অন্তরে যারা হীন
অন্তঃসারশূন্য এই মানুষগুলো-
নিঃস্ব,রিক্ত আর হতদরিদ্রই থেকে যাবে চিরদিন।
তুমি কত ধনী ,কত মহান
তুমিই তা করতে পারো প্রমাণ
সূর্য্য যেমন রোজই ওঠে,
প্রতিদিনই অস্ত যায়
কোনো প্রতিকূলতা তাকে আটকাতে পারে না
মাঝে মাঝে গ্রহণ লাগে
তবে সূর্যের গতি শ্লথ হয়না
তাই তো সূর্য মহান ।।
তুমিও সামনে এগিয়ে চলো
এদের জন্য থেমো না ।
বিশ্বাস করে ঠকে গেলে ,
সেখান থেকে শিক্ষা নাও ,
তবে বিশ্বাস করা ছেড়ো না।
হারের থেকে শিক্ষা নিয়ে
যে নতুন করে শুরু করে,
জীবন তাকে ঠকায় না।
শেষ জীবনে , ব্যালেন্স শীটে দেখবে
তুমি কখন যেন পৌঁছে গেছো শিখরে,
স্নিগ্ধ শীতল মিষ্টি হাওয়া
বইছে তোমার শরীরে।
ঠগবাজেরা পাদদেশেই
ধুকছে জ্বরা ব্যাধিতে।
No comments:
Post a Comment