Friday 13 October 2023

উৎসব সংখ্যা ১৪৩০ : অণুগল্প , অজয় দেবনাথ

 


কাচের স্বর্গ
অজয় দেবনাথ


কৈশোরে দেখেছি স্কুল-কোচিংয়ের পথে। ফরসা-ঢলঢলে মুখ, আয়ত চোখ— অপরূপা। আমি মুখচোরা,
আলাপ হয়নি; শুধু পারিজাত-বনে মানসভ্রমণ...
তখন নতুন চাকরি। পাড়ার বিয়েবাড়িতে আলাপ। আকাশের চাঁদ মাটির বুকে। চ্যাট-মোবাইলে কত
সন্ধ্যা-রাত্রি; ছুটিতে প্রিন্সেপ ঘাট। স্বপ্ন-সম আহা...
একদিন, আবেগ-ঘন মুহূর্তের পর, খলখল-গলগল রসিয়ে-কষিয়ে পাঁচজনের সাতকাহন... চুপ করেই
ছিলাম। কিন্তু, যখন রাস্তার নেড়িকুত্তার ভাদ্র... হাঃ! গা রি-রি করে উঠল, ছি!
আমার স্বর্গ টুকরোটুকরো ভেঙে পথের ধুলায়।




No comments:

Post a Comment