আমি তোমার রাই
সুমনা সেন গুঁই
আমি কি সেই আয়ান ঘোষের বউ !
আমি কি সেই নীলাম্বরী ঢেউ !
আমি কি সেই রাসলীলার রাই !
তবে তোকে সারাজীবন চাই -
চাই - চাই - চাই -
সাহস করে মনের ঘরে তোকে দিয়েছি ঠাঁই,
শুধু আমিই কেন দায়ী ?
আমি হলেম সেই মোহনবাঁশির রাই |
আজ যে খুঁজি আতি পাতি -
কোথায় তারে পাই ?
আমিই যে সেই নিধুবনের রাই |
ফেলে গেলি আমায় কেন বৃন্দাবনের পথে ?
কি দোষ ছিল ? ঠাঁই হলোনা তোর ঐ স্বর্ণরথে !
এই ছিল তোর ভালোবাসা ? এই বুঝি তোর প্রেম !
রাজকার্যের বাহানাতে সবই হারালেম |
মনেও যে তোর পড়লোনাতো একটি বারো আর
তোর ভাবের ঘরে ঠাঁই মিলেছে অনেক প্রেমিকার |
নামের সাথে নাম জুড়েছিস ,এটাই শুধু পাওয়া ,
ভুল ছিল কি, সমাজ ভুলে তোকেই কেবল চাওয়া !
পূজোর ঘরে ঠাঁই মিললো, মনের ঘরে কই ?
জ্বালিয়ে আগুন অপূর্ণতায় উপেক্ষিত হই |
তবু নিধুবনে সংগোপনে বাজলে মোহন বাঁশী
ঘর সংসার সব ফেলে যে এক ছুট্টে আসি |
কারন, তোকে বড্ড ভালোবাসি |
ফেলে গেলি সবকিছুকে, আমি যে দুঃছাই ,
আমি কি সেই হোলিখেলার তোর সঙ্গী রাই !
আমি কি সেই উথাল পাথাল প্রেমের জয়গান !
আমি কি তোর কালো দেহের আলোর উপাদান !
আমিই কি সেই শ্রীরাধিকা! আমি কি সেই রাই ?
অপেক্ষাতে ক্লান্ত আমি, আজো তোকে চাই -
চাই - চাই - চাই |
আমি ই কি সেই নীলাম্বরী ঢেউ !
কেন আমার পরিনতি জানল নাতো কেউ |
' রাই ' মনের কথা খুব সুন্দর ছন্দ বন্ধনে আবদ্ধ
ReplyDelete