উদ্ভিদ
তানিয়া ব্যানার্জি
আমার অতলান্ত সমাধির ওপর যে চারা!
তার কচি বুকের পাশে কারা যেন রেখে গেছে বটফল,
কিছু বাদুর আর কাঠুরিয়ার ছবি,
শীতের জন্য রোদ আর গ্রীষ্মের জল।
আমি দেখতে পাচ্ছি ওর বাড়ন্তকাল
দেখতে পাচ্ছি বিগত মরশুম
শীত কিম্বা কাঠুরিয়াদের পৌষপার্বণ।
দেখতে দেখতে ছবি স্পষ্ট হলে,
আমার কফিনময় বটের ঝুড়ি
ছটফট করতেই মাথার ওপর ছায়া।
এবার বিশ্রাম নেবে গান্ধারী,
বড় হোক চারা অনন্ত শেকড়ে বাকড়ে।
No comments:
Post a Comment