Friday, 13 October 2023

উৎসব সংখ্যা ১৪৩০ : কবিতা , সোমা ঘোষ

 



নিরাকার জোৎস্নায়
সোমা ঘোষ


কোন দেশেরই আপন নদী হয় না- 
এই আশ্চর্য প্রবাদে সব অলংকার খুলে ফেলছো স্বর্গাদপি গরীয়সী মহিমায়...

বড়ু চণ্ডীদাস নগর কীর্তন- 
ফুল পাখি চন্দ্র সূর্য প্রদক্ষিণ প্রত্যক্ষ গাঢ় চোখ নিজের দিকে ফিরলেই...

পুরনো শৃঙ্খল পুঁতে গন্তব্য চলে গেছে-
 তবু সুনিবিড় বাটোয়ারা মেঘ ভঙ্গিমায় 
দূরদর্শী ঘুম দশা... 

বিভাজনে শরীর চাপিয়ে নেয়- 
গৃহপালিত স্বপ্ন পোশাক নিরাকার জোৎস্নায় 
ঘন জ্বরের উপশমে বরফ গলা মায়ায়...




No comments:

Post a Comment