Friday 13 October 2023

উৎসব সংখ্যা ১৪৩০ : কবিতা , এলা বসু

 



দোসর 
এলা বসু


একটি অন্ধ মানুষ ও
একটি অন্ধকার ঘর
পরস্পর পরস্পরের
অন্ধকারের দিকে তাকিয়ে

একটি বেদনাহত জোনাকি
জ্বালিয়ে গেলো ওদের মাঝখানে
কয়েক বিন্দু অপলক আলো
ওরা অপচয় ভেবে নষ্ট করে ফেলেছে

ঝিঁঝি পোকার ডাকের মধ্যে ডুব দিয়ে
ওরা একে অপরকে বলে ওঠে
বিপদ সীমার দুইপাশে
একদিন আমরা 
দুঃসাহসের মতন জেগেছিলাম





No comments:

Post a Comment