Friday 13 October 2023

উৎসব সংখ্যা ১৪৩০ : কবিতা , সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়

 


মাটির গান
সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়


যেখানে মৃত্যু ডেকে যায় প্রতিদিন
সেখানে মায়ের ঘর দূরে

নদীতে ব্যথা বাড়ে আজকাল
বন্যাপ্রবল অসুখাঞ্চলে
একটু জিরিয়ে নিই, দেখি
ধান মুখে ছোটাছুটি করে জীবন...

"আরে ও জীবন রে
ছাড়িয়া না যাস মোরে
তুই জীবন ছাড়িয়ে গেলে
আদর করবে কে আমারে"




No comments:

Post a Comment