Friday 13 October 2023

উৎসব সংখ্যা ১৪৩০ : কবিতা , সুচরিতা চক্রবর্তী

 



রঙিন খোলস
সুচরিতা চক্রবর্তী 



একটু নিরিবিলি একাকী সন্ধ্যা যাপন
নন্দন চত্বর,  নিজেকে ভাবতে বসে দেখেছি,  
মিথ্যে রঙে রাঙানো মানুষের মুখ, মানুষের সুখ 

মানুষের দু:খ অসাবধানতায় গলে যাচ্ছে। 

বেরিয়ে আসছে নগ্নতা, ওরা 
বুঝতে পারছে না চিনতে পারছে না নিজেকে। 
জোড়াতালি দেওয়া জীবন শামুকের মতো চলে আসছে আমার খুব কাছে। 

ছুঁতে গেলেই লুকিয়ে ফেলছে মুখ।

তারপরে দেখলাম,  আমিও তো শামুক। 




No comments:

Post a Comment