Friday 13 October 2023

উৎসব সংখ্যা ১৪৩০ : কবিতাগুচ্ছ , গৌতম ব্রহ্মর্ষি

 


কবিতাগুচ্ছ , গৌতম ব্রহ্মর্ষি


ছাতা


1

বৃষ্টি এলেই উড়ে আসে-----

পার্কে-পথে মাথায় ধরে 

শ্রাবণ গুঁড়ো, রোদের বেলা

কেবল ঘুরি ছায়ার জোরে


2


ভাসছে মনে টাপুর টুপুর

সারা দুপুর দাবায় গানে

জীবন গেলো বদলে কেমন

ভিক্টোরিয়ায় ছাতার টানে !


3


যে সব আলো সিকের ফাঁসে

জড়িয়েছিল নিবিড়ভাবে

রোদ-লাঠি-বল-ছায়া'র জন্য 

খুলে ফেলেছি সে সব কবে


4


তোমরা দেখো অবাক চোখে 

রঙবেরঙা চালের বাহার

হাড় ক'খানা ঝুলিয়ে রাখার

বাঁট পেয়েছি অভিজ্ঞতার !





No comments:

Post a Comment