Friday 13 October 2023

উৎসব সংখ্যা ১৪৩০ : অণুগল্প , অনসূয়া চন্দ্র

 


নতুন ছবি

অনসূয়া চন্দ্র


আলো  ফুরিয়ে এসেছে ।
হাত দুটো তবু ছাড়ছে না। খালি চোখে দেখছি, আপেলের মত গাল দুটো বেয়ে নামছে ঝর্ণার মত জলধারা।মুক্ত জলে মুক্তির সব দানা খিলখিলিয়ে উঠছে,মানুষটা শুধু কেঁদে চলেছে।
এমনটা নয়,সে কান্নার সবটুকু  বুঝছি। ভাষার ভাব থেকে তার আন্দাজ করছি মাত্র।
কেটে কেটে ইংরেজি বলছে বাহার্ ।বলতে বলতে গুগল্ ট্রান্সলেটারে টাইপ করে দেখে নিচ্ছে ,বলতে না পারা শব্দটার ইংরেজি রূপ। 
ওর কচি ভাইটাকে ওরা মেরে ফেলেছে।ওকে ওরা দেশছাড়া করেছে।
প্রতিবাদী বাহার্, সুন্দরী বাহার্  এমন কী এঁকে ফেলেছে কে জানে!
ঘর হারানো, স্বজন হারানো, ভাষা হারানো এক মানুষের হাতের ওপর হাত রেখে
কোনো ট্রান্সলেটার ছাড়াই পড়তে পারছি আগুন আঁকা ক্যানভাস।
রং- তুলি হাতে বাহার্ এবার কী আঁকবে তুমি?
বাহার্ ট্রান্সলেটারে ফেলল কিছু অক্ষর, ইংরেজি হয়ে আসবে। অপেক্ষায়।



No comments:

Post a Comment