৬০
পল্লববরন পাল
অভিমান, তোর নাম রাখলাম জুঁই
বিছ্নায় আয়, তোকে জাপটিয়ে শুই
কোথায় বিছ্না – ধ্যুস্ ঘরই নেই কোনো
বাঁধবার ইচ্ছেও হয়নি কখনো
আমার ঘরের নাম ফুলের বাগান
পূর্বপুরুষ-নারী
স্নেহ আশ্রয়কারী
শতশত জুঁইগাছ যেখানে লাগান
জন্মান্তরবাদ মানিস কি তুই?
নইলে দুজনে দুই
হাতে নিয়ে চারা জুঁই চল্ বগটুই
ভস্মের কান্নাকে অভিমানে ছুঁই।
No comments:
Post a Comment