বৃষ্টি নামার আগে
মিতা চৌধুরী সাহা
তাকে যত্ন করে ভাত রেঁধে খাওয়ানো যায়
বালিমাটির রূপোলি উঠোনে
সে কখনও ধানসিঁড়ি পেরিয়ে এসে পিঁড়ি পেতে বসেনি
তার বুকের ভেতর একখানা আস্ত চরাচর
এত জায়গা পেলে সবাই কি ভুলে যায় দখল কিংবা দাবি!
যে ছেলেটা মরা নদীর পাশ দিয়ে চলে যেত সাইকেল চড়ে
তার সাইকেলে ঘন্টি ছিল না
সে শেখেনি বৃষ্টি নামার আগেই ডেকে নিতে হয়
না হলে মরা নদীতেও বান আসে।
অনবদ্য উপস্থাপনা মিতা।হৃদয় দিয়ে অনুভব করলাম।এমন লেখা যে চাওয়া খুব দরকার।হৃদয় দিয়ে যাকে অনুভব করা যায়!!
ReplyDelete