সম্পাদকীয় নয় কিন্তু
অভিজিৎ দাস কর্মকার
প্রতি বছরই শ্রদ্ধা ও ভালোবাসার সাথে এই পত্রিকার শারদ সংখ্যা অনলাইন করে থাকি।এবছর মল্ল সাহিত্য ই-পত্রিকা উৎসব সংখ্যা ১৪৩০ ৬ষ্ঠ বর্ষে পা দিলো।আপনাদের ভালোবাসায়। প্রতিবছর একই কবির লেখা রাখা সম্ভব হয় না এবং আমারও ঠিক পছন্দ নয়। তাই সব বছরই নতুন কবির লেখা আমন্ত্রণ করি। একদম নতুন তাকেও লিখতে বলি, আবার যিনি বহুবছর সাহিত্য যাপনে স্বতন্ত্র, তাঁর লেখাও আমন্ত্রিত থাকে। এবছর প্রচ্ছদ করেছেন ( অর্থমূল নেননি।আমিও দিতেও পারিনি) , চিত্রশিল্পী সুজয়া মাম্পি এবং পত্রিকার সমস্ত ইলাসট্রেশন করেছেন ( অর্থমূল্য নেননি, আমি দিতেও পারিনি) কবি দেবশ্রী দে। তাঁদের জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা। পুরো পত্রিকাটি সম্পূর্ণ ৪৩-৪৪ জনের লেখা নিয়ে সমৃদ্ধ হয়েছে। সকলে পড়ুন, মতামত দিন এবং অবশ্য অবশ্যই নিজেদের লিংক শেয়ার করুন। স্ক্রিনশট দেবেন না, কারণ আপনার লিংক খুলে পড়ার ভিউটিই আমাদের পরিশ্রমের মূল্যায়ন করে থাকে।
No comments:
Post a Comment