আশ্রয়
আভা সরকার
জলের বুকে অস্থিরতা নামলে---
সোজাসুজি নেমে আসা
স্বচ্ছ আলোর পথও যায় বেঁকে
আলগা হতে থাকে রঙিন বাঁধন !
কেঁপে ওঠা হাওয়া কেড়ে নেয় শংসাপত্র
প্রতিফলিত হতে গিয়ে ভেঙেচুরে যাই জলের গভীরে
---প্রতিনিয়ত !
স্থিরতা বলতে পড়ে থাকে সেই
অনড় আকাশ--
একমাত্র আশ্রয় হয়ে !
No comments:
Post a Comment