সন্ধিকাল
সায়নী ব্যানার্জি
গভীর রাতে,কখনও একলা দুপুরে
কল্পনায় এক দীর্ঘ সংলাপ
লিখে চলেছে মেয়েটি l
নিজের খেয়ালে বুনে চলেছে
স্বপ্নের অলীক পশমিনা l
অনেক কথা বলার জন্য সাজিয়ে,
মুখোমুখি যখন কোনও কথা বলা হয়ে ওঠে না,
কোনও উপহার সাথে নিয়ে গিয়ে,
হাজার লজ্জার আবরণে মুখ লাল হয়ে যায়-
যে কথা আড়ালে কত কতবার বলেছে,
সেই কথা চোখের দিকে তাকালে
এলোমেলো হয়ে যায়,
ঠিক সেই সময়তেই প্রেমিকা হয়ে ওঠে
কোনও কিশোরী l
কল্পনায় লিখে চলে এক দীর্ঘ সংলাপ l
‘ভালোবাসা’ কথাটা সে শুনেছে তো অনেক,
ভাঙতে,গড়তে দেখেছে সম্পর্কের মায়াজাল l
অসময়ের বৃষ্টি,মরসুমি খেয়াল আর
জীবনের বসন্ত-
অনেক সুতোর গিট্ খুলে উস্কে দেয়
এক কিশোরীর প্রেমিকা হওয়ার গল্পকে l
দুপুরের নির্জনতা,
সন্ধ্যের কোলাহল,
ভোরের শিশির - হঠাৎ করে যদি
ছুঁয়ে দিয়ে যায় এক উন্মাদনার উল্কা l
কোনও কিশোরীর জীবনে শুরু হয়
গল্পের এক নতুন অধ্যায় l
ঋতুর তোয়াক্কা না করেই
প্রেমিকা হয়ে ওঠে আরও এক মন l
No comments:
Post a Comment