Friday 13 October 2023

উৎসব সংখ্যা ১৪৩০ : কবিতা , মধুমিতা ঘোষ

 


মনবাস
মধুমিতা ঘোষ


বহুকাল হলো মনের স্পর্শ দিয়ে সহবাস লিখি 
কিছুটা স্বপ্নে
কিছুটা বৃষ্টি পরাগে
একফালি মন ঘূর্ণি হয়ে ঘোরে নির্জন প্রান্তরে ৷
গোলাপি নাভি থেকে অনেকটা নিচে-
অসাড় স্থানাঙ্কে ভালোবাসা ছুঁয়ে থাকে পানকৌড়ি ৷
পুড়ে যায় তৃষ্ণার্ত একটা হৃদয় 
গরম নিশ্বাসে গলে যায় লুকানো অভিমান।
শূন্য সত্তাটা পূর্ণ হতে চায়-
এক বিশাল আকাশ জোড়া স্পর্শের আবেশে ৷
স্মৃতিতে ফেলে আসা কিছু তুমুল বৃষ্টি
ভিজে যায় রমনের গভীর অসুখে।
মন তখন সমুদ্রের ফেনার মতন-
মিশে যায় চুম্বনরেখার গভীরে ৷
আর শিশিরজমা স্নানঘরে-
মৌরিফুল ফুটে ওঠে পুঞ্জাক্ষি যন্ত্রনায় ৷




No comments:

Post a Comment