Friday, 13 October 2023

উৎসব সংখ্যা ১৪৩০ : কবিতা , পিয়াংকী

 



আরোগ্য 
পিয়াংকী 


এখন সময়, বিরোধী পক্ষের নৌকায় গাঙুর অবধি পৌঁছনোর 
চিকিৎসার জন্য বরাদ্দ হয়েছে কয়েক কোদাল মাটি 
আস্তানায় রক্তের ঘাটতি ছড়িয়ে যাচ্ছে এত দ্রুত যে...
উভচর-পালক ঘুরেফিরে ফের... 
পাঁজরের সাতাশ নম্বর হাড়ে কিছুটা পানের পিক
আর বাউলের কপাল জুড়ে বৈরাগী মিছিল 

এসে পৌঁছলো গ্রহণ সমাচার। ঘরে উল্কাপাত, নির্ভুল দাবার ছক
ওয়াইনের গ্লাসে ধ্যানের দাগ 
তুমি চিনিয়েছিলে আহত বিড়ালের ঘর

ভিড় জমাতে এখানে কেউ আসে না 
ব্যস্ত আতসকাচে শুধু বৃষ্টির হিসেব। প্রায় সকলেই নক্ষত্রযাত্রী 





No comments:

Post a Comment