Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ সোমা মান্না

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  সোমা মান্না  

তোমার আলোকে

তোমার আলোকে আকাশ আলোয় ভরে ,
যেমন করে তোমার জরায়ুর অন্ধকারতম গহ্বর হতে প্রাণের সঞ্চার হয় ৷
তোমার মোহেই লুকিয়েছিল ট্রয়ের সর্বনাশ ৷
তোমাতে আকৃষ্ট কোন এক আলাউদ্দিন চিতোর আক্রমণ করেছিল ৷
তুমি সেই অদ্বিতীয়া, অপরূপা নারী ৷
তোমার চোখের পলকে জন্ম নেয় শতসহস্র রহস্যময়তা ৷
তোমার জন্যেই নীলেরা বারবার সমাজ সংসার  ভুলে যায় ৷
তোমার ভালোবাসায় মুছে যায় দু দেশের সীমারেখা ৷
 লিলিপুট আবার ছন্দে বেজে ওঠে ৷
আসমুদ্রহিমাচল তোমার আলোকে উদ্ভাসিত ৷
তুমিই ভারতবর্ষ ৷
তুমি সর্বংসহা নারী ৷
অসুর নিধনে তুমি শিবানী শিবাজি রাও ৷
দুর্নীতি দমনে তুমি দুর্গা ৷
তুমি অন্তমিলের নারী ||

No comments:

Post a Comment