Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ নবকুমার শীল

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   নবকুমার শীল   

ঝাড়া  হাত-পা, গোলাপ 

যখন আকাশে মেঘ ভেসে বেড়ায়

চুপচাপ বকুল  ঝরে  ,

খাঁচার ময়না কথা বলে  ডাগর ডাগর টগর 

আমার ঘরটা ঠিক বাবার মতোই

গম্ভীর গম্ভীর , বই , চুপচাপ ফাইল , সিগারেটের হালকা সুবাস । আবার বেশ এলোমেলো ! 

 

দেওয়ালে কত রকমের চোখ আঁকা    এমন কী রাগি –

রাগি ক্যাকটাস গুলোর সঙ্গেও কথা হয় । ওরা কেমন কেমন লাভ মেকিং করে ,

এক রকমের মাস্টারি করে ।  

 

জুলি আন্টির হাসি - কান্নার কয়েন বাজানো কথা শুনি

No comments:

Post a Comment