Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ রঞ্জনা বসু

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   রঞ্জনা বসু       

স্বপ্ন রাতে

 স্বপ্ন রাত্রি ভরা

কুয়াশা নিয়ে এল শেষের ইশারা

শীতের পাখির মত শব্দেরা আসে,

 

একটা অচেনা মেঘ

ঝুলে আছে জানাশোনা হয়ে

ভেঙ্গে পড়া সময়ের গায়ে,

 

চেতনার আর্ত চিৎকারে

পৃথিবীর বুক ভরা শোক প্রস্তাব

মধ্যিখানে মন খারাপের পথ

 

হেঁটে যাই আমি

বেঁচে থাকা অভ্যাস করে

একগাল হাসি নিয়ে একা

 

যাবার সময় রেখে যাব সব

নিয়ে যাব সাথে করে

স্মৃতির পাতাটা                        

No comments:

Post a Comment