Saturday, 23 January 2021

জানুয়ারি সংখ্যা≈ কবিতা ✪ প্রিয়াঙ্কা পিহু কর্মকার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  প্রিয়াঙ্কা পিহু কর্মকার   

ফেরা যাক্

ফেরা যাক্
       অতীতের  সজাগ সর্তক সৃষ্টির মুহূর্তে ।

ফেরা যাক্
        সময়ের অনিশ্চিত এক নগ্ন ভঙ্গীর  ঘূর্ণীপাকে ।

ফেরা যাক্
          ঠিক-বেঠিকের মোড়া চিরত্রায়ণের পদক্ষেপে

ফেরা যাক্
           জীবন লগ্নির সম্ভবনার আচমকা সুপ্ত  প্রত্যাশায়

ফেরা যাক্
     মৃত্যুমুখী  জীর্ণ মনের আসক্তির ব্যাকুলতায়

ফেরা যাক্
        নবোদয়ের  সীমানায় প্রতীক্ষা শিখার
                   জন্মান্তরে ,
যেখানে ক্ষান্তি দেবে  নির্দ্বিধায় ।

No comments:

Post a Comment